হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি রোধ এবং সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহারের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া গতকাল রবিবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ প্রেরণ করেন।
নোটিশটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনীর প্রধানসহ আটজনকে পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা ও আইন প্রয়োগের দায়িত্ব আবারও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ফিরিয়ে দেওয়া উচিত।
এছাড়া, বিমান বাহিনীর সদস্যদের বিমানবন্দর থেকে অবিলম্বে প্রত্যাহার, প্রবাসীসহ যাত্রীদের হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং বিশেষ করে গত ৮ জানুয়ারি নরওয়ের নাগরিক সাঈদ উদ্দিনকে হেনস্তার ঘটনার তদন্ত দাবি করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, স্বর্ণ, মাদক ও মানবপাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরের ভেতর ও বাইরের পরিবেশে বিশেষ নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে হবে।
আইনি নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই নোটিশটি দেশের প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রীদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post