বগুড়ার বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে তিনি জানান, বিমানবন্দর চালুর জন্য ৬ হাজার ফুট রানওয়ে প্রয়োজন, যেখানে বর্তমানে রয়েছে ৪৭০০ ফুট। আরও ১৩০০ ফুট রানওয়ে নির্মাণ করা সম্ভব হলে এই বিমানবন্দর চালু করা সম্ভব হবে।
বিমানবাহিনী প্রধান বলেন, “বগুড়ার বিমানবন্দর দেশের নবম বিমানবন্দর হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে দেশের অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে এবং উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আগের সরকারকে বিমানবন্দর চালুর প্রস্তাব দেওয়া হলেও তা গুরুত্ব পায়নি। আমরা নতুন করে সরকারকে এই বিষয়ে প্রস্তাব দেব। বাজেট বরাদ্দ পাওয়া গেলে স্বল্প পরিসরে বিমানবন্দর চালু করতে কমপক্ষে এক বছর সময় লাগবে।”
বগুড়ায় বিমানবন্দর স্থাপনের প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৮৭ সালে। এরপর ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের সময়ে নীতিগতভাবে প্রকল্পটি চূড়ান্ত করা হয় এবং ২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পায়। ১৯৯৫ সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ১০৯ একর জমি অধিগ্রহণ করা হয়।
আওয়ামী লীগ সরকারের সময়ে ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে রানওয়ে, কার্যালয় ভবন, আবাসিক ভবন, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ শেষ করা হয়। তবে দীর্ঘদিনেও বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়নি।
বগুড়ার এই বিমানবন্দর চালু হলে শুধু উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধাই বৃদ্ধি পাবে না, ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সংশ্লিষ্ট মহল আশা করছে, এবার সরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং দ্রুত পদক্ষেপ নিলে বহুপ্রতীক্ষিত এই প্রকল্প বাস্তবায়িত হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post