বাংলাদেশ-ভারত সীমান্তে শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, আন্তর্জাতিক আইন অনুসারে ১৫০ গজের বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণে বাংলাদেশের কোনো আপত্তি নেই। তবে সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখায় কোনো ধরনের স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না।
রবিবার (১২ জানুয়ারি) রাজধানীতে মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, যা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। তিনি বলেন, “ভারতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এর অধীনে শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ বা তৎপরতা চালানো যাবে না। বিজিবি এ বিষয়ে শক্ত অবস্থানে থাকবে এবং সীমান্ত আইন লঙ্ঘন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে।”
এ ঘটনার পর ভারতের ঢাকায় নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে সীমান্ত সংক্রান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে বিষয়টি উত্থাপন করবে বাংলাদেশ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত ২,২১৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। এই সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার দৃঢ় অবস্থান গ্রহণ করেছে।
বাংলাদেশ সরকার সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন রক্ষায় অঙ্গীকারবদ্ধ। শূন্যরেখায় শান্তি বজায় রাখতে এবং সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনাগুলো প্রতিরোধে সরকার সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post