বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল এবং তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন তোলার জেরে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২০১৭ সালের এ ঘটনাটি সম্প্রতি আবার আলোচনায় এসেছে, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, হ্যাম্পস্টেড এবং কিলবার্নের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক সাংবাদিক ডেইজি আইলিফকে সতর্ক করে বলেন, “আমি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। সাবধান থাকুন। আমি বাংলাদেশি নই, এবং আপনি যাদের নিয়ে কথা বলছেন তাদের বিষয়ে আমি কিছু জানি না।”
তিনি আরও বলেন, “ধন্যবাদ, আশা করি আপনার সন্তান ভালো থাকবে। কারণ প্রসব কঠিন।” টিউলিপের এই মন্তব্য অনেকের কাছে হুমকি হিসেবে প্রতীয়মান হয়।
ঘটনার সময় টিউলিপের সহকারী সাংবাদিকদের ভিডিও ধারণ বন্ধ করতে বলেন এবং তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ব্রিটিশ চ্যানেল-৪ নিউজের প্রধান সংবাদদাতা অ্যালেক্স থমসন এ ঘটনাকে সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন।
পরে এমপি টিউলিপ সিদ্দিক দাবি করেন, তার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে সাংবাদিক ডেইজি আইলিফ জানান, ঘটনাটি ক্যামেরায় রেকর্ড না হলে তিনি হয়তো তার চাকরি হারাতেন।
এছাড়া, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার ক্ষমতা ব্যবহার করে আরও এক ব্যক্তির স্ত্রীর ওপর হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে।
এই ঘটনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে ঘটেছে। এটি শুধু যুক্তরাজ্যে নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।
টিউলিপ সিদ্দিকের এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীন ও অনুচিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটি শুধু গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকিই নয়, বরং এক অন্তঃসত্ত্বা নারীর প্রতি অবমাননার উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post