‘কোন যুদ্ধবিরতি নয়, ছাড় নয়, ক্ষমা নয়’, সঙ্গে হ্যাশট্যাগ ‘তাদের সবাইকে মেরে ফেল’। সামাজিক মাধ্যম এক্স-এ ২০২৩ সালের ১৯ নভেম্বর এই পোস্ট দিয়েছিলেন হলিউড অভিনেতা জেমস উডস। ফিলিস্তিনকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছিলেন দখলদার ইসরাইলি রাষ্ট্রের এই কট্টর সমর্থক।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সাম্প্রতিক ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে জেমস উডসের বিলাসবহুল ম্যানশন। সরকারি নির্দেশনার পর সে বাড়ি ছেড়ে এখন বাস্তুচ্যুত এই দাপুটে অভিনেতা। বাড়ি হারানোর শোকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভে কাঁদতে দেখা যায় তাকে। এসময় তিনি বলছিলেন, ‘একদিন আপনি (বাড়ির) সুইমিং পুলে সাঁতার কাটছিলেন, আর পরের দিন দেখলেন সব শেষ।
উডসের সেই কান্নার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের সমর্থকরা সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, অন্যের ক্ষতি চাইতে নিজেই নিঃস্ব হয়ে গেলেন এই অভিনেতা।
ইরাইলি আগ্রাসনে ফিলিস্তিনিরা নিজেদের ভিটেবাড়ি হারিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের শুরু করা গণহত্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি। উডসকে সামাজিক মাধ্যমে এসবই মনে করিয়ে দিচ্ছেন ফিলিস্তিনপন্থিরা।
ফিলিস্তিনের প্রখ্যাত কবি মুসাব আবু তোহা সামাজিক মাধ্যম এক্স-এ উডসকে ইঙ্গিত করে লিখেছেন, ‘তোমার কত বড় সাহস এখন টিভিতে গিয়ে কান্নাকাটি করছো?!’
‘২০২৩ সালের ২৮ অক্টোবর যখন আমার বাড়িতে বোমাবর্ষণ করা হয়, তখন আমার কোনো ঘর বা নিরাপদ আশ্রয় ছিল না। আমি এখনো বাড়ির ধ্বংসাবশেষে ফিরতে পারিনি, কারণ আমার শহর এখন দখলদারদের হাতে।
এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সন্দেহবাদী উডসের দাবানলে বাড়ি হারানোর বিষয়টিও নেটিজেনদের কেউ কেউ উল্লেখ করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post