বিদেশে কর্মরত প্রবাসীদের অর্থ দেশের অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি। তবে সম্প্রতি একজন প্রবাসী বাংলাদেশিকে শারীরিক নির্যাতনের ঘটনায় প্রবাসী সমাজে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
এক ভিডিও বার্তায় প্রবাসী কর্মী আরাফ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আর আগের মতো নই, যে অন্যায়ের বিরুদ্ধে চুপচাপ বসে থাকব। আমাদের পাঠানো রেমিট্যান্সেই দেশ চলে। প্রবাসীরা যদি রেমিট্যান্স বন্ধ করে দেয়, দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে।”
ভিডিওতে আরাভ খান আরও বলেন, “একজন প্রবাসী ভাইয়ের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আইন থাকলে আইন অনুযায়ী বিচার হওয়া উচিত, কিন্তু রক্তাক্ত করে প্রবাসীদের এভাবে নির্যাতন করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মনে রাখতে হবে, আমাদের রেমিট্যান্সের অর্থেই দেশের পরিবারগুলো চলে, এমনকি সরকারি চাকরিজীবীরাও বেতন পান।”
আরাভ খান হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই অন্যায়ের সুষ্ঠু বিচার যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে না হয়, তবে আমরা ব্যবসায়ী ও প্রবাসীরা রেমিট্যান্স প্রেরণ বন্ধ করে দেব। আমাদের অর্থের ওপর দেশের অর্থনীতি নির্ভরশীল। যদি আমাদের দাবি উপেক্ষা করা হয়, তবে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।”
তিনি বলেন, “নতুন সরকার কিংবা যে কোনো প্রশাসন, আমাদের অবদান ভুলে গেলে চলবে না। আমরা আমাদের শ্রম ও অর্থ দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখি। অথচ আমাদের সঙ্গে এমন আচরণ অবমাননাকর।”
এ ঘটনায় প্রবাসী সমাজ থেকে ন্যায়বিচারের দাবিতে তীব্র প্রতিক্রিয়া আসছে। তারা সকলকে আহ্বান জানাচ্ছেন প্রবাসীদের প্রতি সম্মানজনক আচরণ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
দেশের অর্থনীতি ও প্রবাসীদের অবদানকে গুরুত্ব দিয়ে এ সমস্যার দ্রুত সমাধান হবে—এমনটাই আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post