বাংলাদেশির দোকান উদ্বোধন করলেন ওমানিরা
ওমানে দিনে দিনে নিজেদের ব্যবসার পরিধি বাড়িয়ে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মধ্যেই একজন বাংলাদেশ কমিউনিটি হাটহাজারী সমিতির সভাপতি আবদুল হান্নান তালুকদার। সম্প্রতি আল-খোদ বাজারে বিল্ডিং মেটারিয়ালের আরেকটি শাখা উদ্বোধন হয়েছে।
এসময় স্থানীয় ওমানি নাগরিক ও বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত, দোয়া এবং পরবর্তীতে বেলুন উড়িয়ে নতুন ব্যবসার উদ্বোধন হয়। প্রতিষ্ঠানের মালিক আবদুল হান্নান তালুকদার সকল প্রবাসীর কাছে সফলতার জন্য দোয়া চেয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post