টানা এক মাস ভয়াবহ তান্ডব চালানোর পর অবশেষে কমতে শুরু করেছে ওমানের করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে দেশটিতে চলতি সপ্তাহে উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতি। মঙ্গলবার (৬-জুলাই) করোনায় নতুন ১৮২৪ জন আক্রান্ত এবং ২৩ জনের মৃত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। যা গতকালের তুলনায় ১০ জন কম।
দেশটিতে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৬৩ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫১২ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৫ শতাংশে।
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://www.probashtime.net/sq/
দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার ৫৬০ জনের। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪৬৬ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩৩৯ জন। এদিকে বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গেল এক সপ্তাহে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে ১৪২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা, বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, রাজবাড়ী, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে তারা মৃত্যুবরণ করেন।
এ অবস্থায় ওমান সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post