চিত্রনায়িকা নিপুণ আক্তারকে শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৈদেশিক যাত্রা থেকে ফিরিয়ে দেয়।
সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছালে গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে থামানো হয়। পরবর্তীতে তাকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নিপুণের বিরুদ্ধে সিলেট বা দেশের অন্য কোনো থানায় মামলা নেই। তবে, তাকে বৈদেশিক যাত্রা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর তাকে সড়কপথে ঢাকা ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।”
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, “আজ সকালে নিপুণ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে যাত্রা থেকে বিরত রাখা হয়।”
এ ঘটনার পর নিপুণ গণমাধ্যমে বলেন, “এই খবর সঠিক নয়। আমি বনানীতে বাসায় আছি। এসব ভুয়া খবর, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”
বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিপুণের পাসপোর্টে নাম ছিল নাসরিন আক্তার, যা তার পরিচয়ের সঙ্গে মেলেনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
নিপুণের যাত্রা বাতিলের কারণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ঘটনাটি ঘনীভূত হচ্ছে। যদিও তিনি এ বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলেননি, তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
নিপুণের পক্ষ থেকে এখনো বিস্তারিত বক্তব্য না আসায় ঘটনা নিয়ে জল্পনা-কল্পনার অবকাশ রয়ে গেছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post