দেখে বাংলাদেশের চিত্র মনে হলেও দৃশ্যগুলো আসলে মরুর দেশ ওমানের। দেশটির অন্যতম টুরিস্ট স্পট মুসান্দাম খাসাবের শীতকালীন আয়োজনে দেখা গেছে এমন দৃশ্যের।
সেখানে উৎসবমুখর ও ঝাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশিরা সাংস্কৃতিক সন্ধ্যা ও বাংলাদেশি গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা উৎসব করেছেন।
১ থেকে ৫ জানুয়ারি ভিন্ন-ভিন্ন দেশের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে বিশেষ এই আয়োজনটি করে মুসান্দাম উইন্টার কর্তৃপক্ষ। পালা করে সুদান, পাকিস্তান এবং ভারতের প্রবাসীরা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছেন।
৫ জানুয়ারি ছিলো বাংলাদেশ কমিউনিটির মেলা ও পিঠা উৎসব। প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজস্ব সংস্কৃতিতে মেলাটিকে সাজিয়ে তোলেন।
শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই মেলা উপভোগ করেত দূর দূরান্ত থেকে ছুটে আসেন। কারোর কারোর মন্তব্য, খাসাবের মাটিতে এরকম আড়ম্বরপূর্ণ আয়োজন আর কখনো দেখা যায়নি।
মেলায় বাচ্চাদের জন্য ছিলো বিস্কুট খেলা, মার্বেল খেলার মত আয়োজন। এছারা মেয়েদের বালিশ খেলা, পুরুষদের জন্য গ্রামীণ ঐতিহ্যবাহী মোরগ খেলা, বিবাহিত-অবিবাহিতদের রশি টানাটানি ছাড়াও আকর্ষণীয় বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়।
এদিন বাংলাদেশি কমিউটি নেতা ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আমিরাত থেকে আসা বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে বাড়তি আনন্দ যোগ করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post