ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সদস্যদের সঙ্গে মারামারির ঘটনায় প্রবাসী সাঈদ উদ্দিন পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার পর তাকে অর্থদণ্ডের শাস্তি দেওয়া হয়।
জানা গেছে, সাঈদ উদ্দিনের বাড়ি ফেনীর সোনাগাজীতে। বুধবার রাতে তিনি নরওয়ে থেকে দেশে ফেরেন। বিমানবন্দরে নামার পর কোনো এক বিষয়ে কিউআরএফ সদস্যদের সঙ্গে তার তর্কাতর্কি হয়, যা দ্রুত মারামারির রূপ নেয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, ঘটনাটি নিয়ে নেটিজেনরা প্রবাসী সাঈদ উদ্দিনকে হেনস্তা করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন। প্রবাসীদের সঙ্গে এ ধরনের আচরণের সমালোচনা করেছেন অনেকে।
বিমানবন্দরের এক কর্মকর্তার মতে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্তের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
প্রবাসী সাঈদ উদ্দিনের ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বইছে, যেখানে প্রবাসীদের অধিক সম্মান ও মর্যাদা দেওয়ার দাবিও উঠেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post