ওমানে শুক্রবার থেকে টানা ৩ দিনের শুরু হচ্ছে। দেশটির সুলতান হাইথাম বিন তারিকের ক্ষমতা গ্রহণের দিন ১১ জানুয়ারি বা শনিবার সুলতানের শাসন ক্ষমতার ৫ বছর পূর্ণ হবে।
দিবসটি উপলক্ষ্যে ১২ জানুয়ারি অর্থ্যাৎ রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওমানে শুক্র এবং শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় কর্মীরা টানা ৩ দিনের বড় ছুটি উপভোগ করছেন।
শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যে কোনো সরকারি ছুটিতে নিয়োগকর্তারা প্রয়োজনে কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন, সেক্ষেত্রে এর বিনিময়ে শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে।
কয়েক বছর আগে শাসন ক্ষমতা গ্রহণের দিবসকে সরকারী ছুটি ঘোষণা করে একটি রাজকীয় ডিক্রি জারি করেন ওমান সুলতান। এরপর থেকে দিবসটি উপলক্ষ্যে কারাবন্দীদের মুক্তি দেওয়াসহ বিভিন্ন মানবিক পদক্ষেপ এবং রীতিনীতি পালনের চর্চা হয়ে আসছে।
২০২০ সালের ১১ জানুয়ারি মধ্যপ্রাচ্যের এই দেশের নতুন সুলতান হিসেবে শপথ নেন সেসময়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিক আল-সাঈদ।
তিনি ছিলেন প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই। ক্যানসার ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কাবুসের যোগ্য উত্তরসূরী হিসেবে হাইথাম বিন তারিক স্থলাভিষিক্ত হন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post