বাংলাদেশে ফিরবেন বলে বিমানের টিকেট কেটে রেখেছিলেন তিনি। শেষ করেছিলেন প্রিয়জনদের জন্য কেনাকাটা এবং লাগেজ গোছানোর কাজ।
কিন্তু প্রস্তুতি নিয়েও বিমানে আর উঠা হল না সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আলম রাশেদের (৩১)। বুধবার চিরঘুমে চলে গেলেন তিনি।
রাশেদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি থানার জাহানপুর গ্রামে। বাবা শামসুল আলম।
মৃতের প্রবাসীর মেজো ভাই মোহাম্মদ নাসির এসব তথ্য নিশ্চিত করে জানান, রাশেদ ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি থাকতেন আবুধাবির মদিনা জায়েদ এলাকায়।
নাসির বলেন, “ওইদিন সকালে ঘুম থেকে না উঠায় রুমমেটরা তাকে ডাকাডাকি করেন। সাড়া না পাওয়ায় তাকে নিথর পড়ে থাকতে দেখেন।
স্থানীয় পুলিশে খবর দেওয়া হলে তারা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদের বন্ধু আরেক প্রবাসী তানভীর ফরহান জানান, সোমবার রাশেদের দেশে যাওয়ার কথা। সেজন্য বিমান টিকেট ও কেনাকাটা করাও শেষ করেছিলেন। আবার কাজের প্রয়োজনে ছুটিতে যাওয়া এক মাসের জন্য পেছানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
৭ বছর ওমানে থাকার পর বছরখানেক আগে রাশেদ আবুধাবি আসেন এবং একটি ভ্যালেট পার্কিং কোম্পানিতে কাজ নেন। বাংলাদেশে তার স্ত্রী, বাবা, মা, তিন ভাই ও দুই বোন আছেন।
রাশেদের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াসে কেন্দ্রীয় হিমঘরে রাখা আছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post