দেশের কঠোর লকডাউন চলাকালীন সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে বিধি নিষেধ পরিবর্তন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ৫ জুলাই নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশগামী প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে দেশ থেকে বিদেশে ফেরার ওপর কোন বিধি নিষেধ আরোপ করেনি বেবিচক। ফলে প্রবাসী কর্মীরা যেদেশে যাবেন, সেদেশের সাথে বাংলাদেশের কোনো নিষেধাজ্ঞা না থাকলে প্রবাসীদের কর্মস্থলে ফিরতে বাংলাদেশের পক্ষথেকে কোনো বাঁধা নেই বলে জানিয়েছে বেবিচক।
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://www.probashtime.net/sq/
নতুন এই নির্দেশনায় ৮টি দেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। দেশগুলো হলো, বোতসোয়ানা, ভারত, মঙ্গোলিয়া, নাম্বিয়া, নেপাল, পানামা, সাউথ আফ্রিকা, তিউনিসিয়া। এসব দেশ থেকে এই মুহূর্তে বাংলাদেশে আসা যাবে না।
এছাড়াও ১২টি দেশকে গ্রুপ বি ক্যাটাগরিতে উল্লেখ করা হয়েছে। এই ১২ টি দেশ থেকে যারা বাংলাদেশে আসবেন, তারা করোনার ভ্যাকসিন এক ডোজ নেওয়া থাকলেও হোটেলে কোয়ারেন্টাইন করতে হবেনা, তাদের নিজ বাড়িতে যেয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন।
তবে যারা ভ্যাকসিন নেননি, তারা ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন। পূর্বে দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন আইন থাকলেও এখন থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনের নতুন আইন জারি করেছে বেবিচক।
এই ১২ টি দেশের মধ্যে রয়েছে ওমান, আর্জেন্টিনা, ব্রাজিল, কলোম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও উরুগুয়ে। এই ১২ টি দেশের যাত্রীরা তাদের ফ্লাইটে ওঠার আগেই হোটেলে বুক করতে হবে। উপরেল্লেখিত ২০টি দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে আসলে নিজ বাড়িতে ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
এদিকে বাংলাদেশে ১ জুলাই থেকে শুরু হওয়া লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল (৫ জুলাই) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। লকডাউনে আন্তর্জাতিক কিছু রুটে ফ্লাইট চালু থাকলেও করোনা সংক্রমণ ঠেকাতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার বেবিচকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। তবে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ই জুলাই প্রথম প্রহর থেকে ১৪ই জুলাই পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে বেবিচক জানায়, শুধুমাত্র বিদেশগামীদের ক্ষেত্রে অভ্যন্তরীণ ফ্লাইট চালাতে পারবে দেশি এয়ারলাইনসগুলো।
এ ছাড়াও লকডাউন চলাকালীন সময়ে বিদেশগামী যাত্রীরা দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া করে বিমানবন্দরে যেতে পারবেন। বিদেশগামী যাত্রীরা বিমানবন্দরে যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট, পাসপোর্ট সঙ্গে রাখবেন। পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে চাইলে তা দেখাতে হবে। সেক্ষেত্রে কোথাও কোন বাঁধা অথবা হয়রানীর শিকার হলে ৯৯৯ এ কল করতে বলা হয়েছে।
একইসাথে বিদেশ থেকে আগত যাত্রীরা বিমানবন্দরে থাকা রেন্ট-এ কারের মাধ্যমে গাড়ি ভাড়া করে তাদের নিজ গন্তব্যস্থলে যেতে পারবেন। তবে অবশ্যই সাথে ফ্লাইটের টিকিট, পাসপোর্ট ইত্যাদি রাখতে হবে। পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে চাইলে তা দেখাতে হবে। কোথাও কোন বাঁধা অথবা হয়রানীর শিকার হলে ৯৯৯ এ কল করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post