মোবাইল ফোন সেবার খরচ আরও বাড়তে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল সেবায় সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করার পরিকল্পনা করেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন পাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয়ের অনুমোদনও মিলেছে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়েছিল। বর্তমানে ১০০ টাকার রিচার্জে গ্রাহককে দিতে হয়: বর্তমানে মোবাইলে ১০০ টাকার রিচার্জ করলে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮ দশমিক ১ টাকা। মিনিমাম ট্যাক্স ও রেভিনিউ শেয়ার দিতে হয় ৬ দশমিক ১ টাকা।
অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও ৩ শতাংশ বাড়ালে কর দিতে হবে ৫৬ দশমিক ৩ টাকা। যার মধ্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ কাটবে ২৯ দশমিক ৮ টাকা। মিনিমাম ট্যাক্স ও রেভিনিউ শেয়ার কাটবে ৬ দশমিক ১ টাকা।
পরোক্ষ কর কাটবে ২০ দশমিক ৪ টাকা। গ্রাহক মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে সবমিলিয়ে কর দিতে হবে ৫৬ দশমিক ৩ টাকা। ফলে গ্রাহক মোবাইলে ১০০ টাকা রিচার্জে ব্যবহার করতে পারবেন মূলত মাত্র ৪৩ টাকা ৭০ পয়সা।
এনবিআরের এই পদক্ষেপে মোবাইল সেবার ব্যয় বৃদ্ধি পাবে, যা গ্রাহকদের জন্য বাড়তি চাপ তৈরি করবে। বিশেষত, মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
এটি সাধারণ গ্রাহকদের জীবনে আর্থিক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে সরকারের লক্ষ্য রাজস্ব বৃদ্ধি করা। এনবিআরের আশা, নতুন কর কাঠামো থেকে রাজস্ব আয়ে উল্লেখযোগ্য উন্নতি হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post