কুয়ালালামপুরের পুডু এলাকায় এক বাংলাদেশির আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে পুডু ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
কমান্ডার পিবিকে আইকেপি নাজিলান বিন চেপা জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা দেখতে পান, এক যুবক উঁচু ভবনের বাইরে জানালার গ্রিলের পাশে দাঁড়িয়ে এবং লাফ দেওয়ার চেষ্টা করছে। ওই সময় তার গায়ে কোনো পোশাক ছিল না। ফায়ার সার্ভিসের দল দ্রুত সুরক্ষা নেট স্থাপন করে এবং তার সঙ্গে কথা বলে নিবৃত্ত করার চেষ্টা চালায়।
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর, দুপুর ১২টা ৫৩ মিনিটে ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামানো হয়। তিনি শারীরিকভাবে অক্ষত ছিলেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার অভিযানে মোট ২২ জন ফায়ার সার্ভিস কর্মী অংশ নেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post