ব্রিটিশ লেবার পার্টির মন্ত্রী এবং অর্থনৈতিক সচিব টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে, শেখ রেহানার মেয়ে টিউলিপকে লন্ডনের কিংস ক্রসের কাছে বিনামূল্যে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন এক বাংলাদেশি ব্যবসায়ী।
ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, আবদুল মোতালিফ নামে এক আবাসন ব্যবসায়ী ২০০৪ সালে টিউলিপকে এই ফ্ল্যাটটি উপহার দেন। দুই বেডরুমের ওই অ্যাপার্টমেন্টটি বিনামূল্যে দেওয়ার কারণ হিসেবে জানা যায়, মোতালিফের জীবনের কঠিন সময়ে টিউলিপের বাবা-মা তাকে আর্থিক সহায়তা করেছিলেন। কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে তিনি টিউলিপকে এই ফ্ল্যাট দেন।
আবদুল মোতালিফ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। এই প্রেক্ষাপটে, শেখ হাসিনার দলের সঙ্গে টিউলিপের পারিবারিক যোগসূত্র আরও একবার আলোচনার কেন্দ্রে এসেছে।
টিউলিপের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ হলো, বাংলাদেশের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাৎ করার ষড়যন্ত্রে তার জড়িত থাকার বিষয়টি। অভিযোগ রয়েছে, রাশিয়ার সঙ্গে ২০১৩ সালে করা ওই প্রকল্পের চুক্তিতে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন এবং প্রকল্পের ব্যয় ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়েছিল। তবে, টিউলিপ এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।
আবদুল মোতালিফ নিশ্চিত করেছেন যে ফ্ল্যাটটি তিনি নিজেই কিনেছিলেন। তবে কেন তিনি টিউলিপকে তা দিয়েছিলেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
টিউলিপ সিদ্দিক ব্রিটেনের অর্থনৈতিক দুর্নীতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অথচ তার নিজের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় আন্তর্জাতিক মহলে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, এবং এটি ব্রিটেন ও বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post