যশোরের পুলেরহাটে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে পদদলিত হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার। সকাল থেকেই শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ মাহফিলে অংশ নিতে আসেন। বিশেষ করে ড. মিজানুর রহমান আজহারীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়ায় মানুষের ঢল নামে। বিকেল থেকে মাহফিল প্রাঙ্গণ ছাপিয়ে সড়ক ও মহাসড়কজুড়ে জনসমাগম দেখা যায়।
সন্ধ্যা ৭টার দিকে মাহফিলের মেইন গেটে ভিড় বেড়ে গেলে সেখানে তালা দেওয়া অবস্থায় মানুষের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়। একপর্যায়ে পেছন থেকে ধাক্কায় সামনের লোকজন পড়ে গিয়ে পদদলিত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আহতদের মধ্যে ১০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মইনুল ইসলাম (৩২), ওসমান গণী (১৮), জিয়ান (২১), মারজান (১৮), ইব্রাহীম (৪০), মাসুদ (২৬), সাইদুল (২৮), লাবলী (৩০) ও আফিফা (১৪)। আহতদের মধ্যে আফিফার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা ইসলাম। বাকিরা আশঙ্কামুক্ত।
জানা যায়, মাহফিলে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, ঘটনাস্থলে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি মৃত্যুর খবর ছড়ালেও পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের মধ্যে বেশিরভাগই হালকা থেকে মাঝারি আঘাত পেয়েছেন। আহতদের মহিলা ও পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ধরনের বড় আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা এবং জনসমাগম নিয়ন্ত্রণে আরও সতর্ক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post