যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ইংরেজি নববর্ষ উদযাপনকালে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় একটি পিকআপ ট্রাক দ্রুতগতিতে বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।
🚨 FBI said driver’s name is Shamsud Din Jabbar, a beautiful Chinese Christian, right? 🤮what did blondes in #NewOrleans do to piss off the Palestinians? Or as Faisal Kutty, the Muslim lawyer puts it, they are bought by Zionist lobbyists .#NewYear2025https://t.co/i8ZCkvd7OB
— Karen Woods 林爷 🇺🇦🇮🇱🇨🇦🌻 (@KarenWenLin) January 1, 2025
হামলার পর সন্দেহভাজন হিসেবে শামসুদ-দিন জব্বার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক থেকে নেমে ওই ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এফবিআই জানায়, পিকআপ ট্রাকের ভেতর থেকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে।
🚨UPDATE: The Tesla Cybertruck explosion outside of Trump Tower (Trump International Hotel) in Las Vegas on New Year’s Day is now being investigated as a possible act of terrorist attack! #Terroristattack
Thanks Joe Biden! No one is safe under Joe Biden and Kamala Harris! pic.twitter.com/SB9FbMrFsU
— AJ Huber (@Huberton) January 1, 2025
তদন্তকারীরা মনে করছেন, এই হামলার সাথে আরও কেউ জড়িত থাকতে পারে। কারণ, ঘটনাস্থলের আশপাশে সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। এছাড়া লাস ভেগাসে ট্রাম্পের একটি হোটেলের সামনে টেসলা সাইবারট্রাকের বিস্ফোরণের সাথে এই হামলার কোনো যোগসূত্র আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এই ভয়াবহ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, “এটি নিছক দুর্ঘটনা নয়; হামলাকারী ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করেছে। এফবিআই পুরো ঘটনার তদন্ত করছে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।”
দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে উদযাপনের মাঝেই হঠাৎ একটি ট্রাক প্রচণ্ড গতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর চালক নেমে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পাল্টা গুলি চালাতে হয়।
এই হামলা যুক্তরাষ্ট্রজুড়ে নববর্ষ উদযাপনে ছায়া ফেলেছে। ঘটনাটি কেন সংঘটিত হলো, কারা এর পেছনে আছে, এবং আর কোনো সম্ভাব্য হামলার ঝুঁকি রয়েছে কিনা তা নিয়ে গভীর তদন্ত চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post