কুকুরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন হালভেলিন পাহাড়ে। ইচ্ছে ছিল প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করবেন। তবে সেখানে গিয় পাহাড়ের ৬০০ ফুট উঁচু থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গত রোববার কুকুরকে সঙ্গে নিয়ে সাইকেল নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। বিষয়টি তার স্ত্রী পুলিশকে জানায়।
এরপর ৩ হাজার ১২০ ফুট উঁচু ওই পাহাড়ে উদ্ধার অভিযান শুরু হয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার মরদেহ খুঁজে পেতে দুইদিন সময় লাগে। তবে তার কুকুরটিকে জীবিত এবং সুস্থ অবস্থায় পাওয়া যায়। যদিও কুকুরটি পাহাড়ের কিনারায় ছিল।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওই ব্যক্তির স্ত্রী দীর্ঘ সময় কোনো খোজ না পেয়ে ফোন ট্র্যাক করেন। তখন দেখতে পান তার ফোনটি এক জায়গায় দীর্ঘ সময় ধরে আছে। এতে তার সন্দেহ হয়; হয়তবা তিনি কোনো ঝামেলায় পড়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post