বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল বলেছেন, বাংলাদেশের হিন্দুরা ভালো আছে, তাদের ওপর কোনও হামলা হচ্ছে না। তারা তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারছেন। কিন্তু ভারতের মুসলমানরা ভালো নেই, তাদের ওপর হামলা ও মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহীন মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম মুন্সি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আহসান উল্লাহ হাসান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি কিশোর মাহমুদ।
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান।
প্রধান অতিথি আরও বলেন, যখনই এদেশের গণতন্ত্র বিপথগামী হয়েছে, তখনই বিএনপি গণতন্ত্রের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে এদেশে বাকশাল কায়েম করেছিলেন। সেখানে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা খুন ঘুমের রাজনীতি করেছিলেন। তিনি আয়নাঘর বানিয়ে এদেশের মুক্তিকামী অনেক মানুষকে খুন ও ঘুম করেছেন। ফলে ছাত্র জনতার আন্দোলনের মুখে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা মো. সাদ্দাম হোসেন, মো. মনির হোসেন, আলাউদ্দিন খোকন, মো. গোলাম রব্বানী, মো. বাবুল হোসেন ও বরকত উল্লাহ খান প্রমুখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post