ইমাম ও মুয়াজ্জিনদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বরিশালের ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ড. খালিদ হোসেন বলেন, “ইমাম-মুয়াজ্জিনদের জন্য ২০১৫ সালের পে-স্কেলের ভিত্তিতে বেতনকাঠামো তৈরি করেছি। এতে মসজিদসংলগ্ন এলাকায় বাসস্থান এবং উৎসব ভাতা অন্তর্ভুক্ত থাকবে। এই কাঠামো দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ করে প্রধান উপদেষ্টার অনুমোদন শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে।”
ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারের গৃহীত অন্যান্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে:
বিনা সুদে ঋণ: ব্যবসা পরিচালনার জন্য ইমাম-মুয়াজ্জিনদের বিনা সুদে ঋণ দেওয়া হবে।
আর্থিক সহায়তা: অসুস্থ ইমাম-মুয়াজ্জিনদের চিকিৎসার জন্য বড় অঙ্কের অনুদান দেওয়া হবে, যা ফেরতযোগ্য নয়।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “দেশের সংস্কারকাজ শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের মূল লক্ষ্য। এই মুহূর্তে ঐক্যের বিকল্প নেই। প্রতিটি নাগরিকের অধিকার সমান এবং এ অধিকার রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ।”
ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে বিভেদ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যেভাবে ঐক্য বজায় থাকে, আমাদেরও তা অনুসরণ করতে হবে। মিথ্যা বিবৃতি দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না।”
মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম-মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস সদস্য মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি ও মাওলানা শাহ মো. নেছারুল হক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post