মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকান্ডে মালয়েশিয়া প্রবাসী মো. জাহাঙ্গীরের ৩টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে মো. জাহাঙ্গীরের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিকের দাবি।
শেখরনগর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীল মৃধা জানান, প্রথমে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্ঠা করে। পরে সিরাজদীখান ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বিএফএম (এস) জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post