বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে দেশে ফেরত ১৮৬ প্রবাসী কর্মীকে ৫০ হাজার টাকা করে নগদ সহায়তার চেক প্রদান করা হয়েছে। শনিবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।
গত ১৯ জুলাই আরব আমিরাতের প্রবাসী কর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে বিক্ষোভ মিছিল করেছিল। দেশটির আইন অনুযায়ী, অনুমতি ছাড়া মিছিল করা অপরাধ হিসেবে তাদের শাস্তি দেওয়া হয়। তবে পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় তারা কারামুক্ত হয়ে দেশে ফিরতে সক্ষম হন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ সময় বলেন, “দেশে ফেরত আসা কর্মীদের ভবিষ্যৎ চাকরি পাওয়ার বিষয়টি তাদের ওপর নির্ভর করে, তবে সরকার অবশ্যই চেষ্টা করবে। বোয়েসেলের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে এই কর্মীরা সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।”
তিনি আরও জানান, প্রবাসী কর্মীরা ইতোমধ্যে প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে যোগাযোগ করেছেন এবং তাদের পুনর্বাসনে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।
আসিফ নজরুল প্রবাসী কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তারা জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য যে অবস্থান নিয়েছে, তা নিঃসন্দেহে দেশপ্রেমের উদাহরণ।” তিনি প্রবাসী কর্মীদের জন্য সরকার পক্ষ থেকে আরও বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান এবং বলেন, “প্রবাসীরা দেশের সম্পদ, তাদের সম্মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
এছাড়া, তিনি প্রবাসীদের অভিযোগের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, “কিছু কূটনীতিকের আচরণ শত্রুভাবাপন্ন ছিল, যা শুধুমাত্র মুখের কথায় সমাধান হবে না। লিখিত অভিযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করা হবে এবং শত্রুতামূলক আচরণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় প্রবাসী কর্মীরা ‘বিচার চাই’ স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে উপদেষ্টা জানিয়ে দেন যে, আগামীকাল মন্ত্রণালয়ে তাঁদের অভিযোগ শুনতে বসা হবে।
এর পরেই শুরু হয় চেক বিতরণ অনুষ্ঠান। উপদেষ্টা কিছু কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন, পরে কল্যাণ বোর্ডের কর্মকর্তারা বাকিদের মধ্যে চেক বিতরণ করেন।
উল্লেখ্য, আরব আমিরাতে কর্মরত প্রবাসীরা যেহেতু অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নিয়েছিলেন, সেহেতু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে কূটনৈতিক উদ্যোগে তারা মুক্ত হয়ে দেশে ফিরে আসেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
