গেল ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুতির পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হলেও, দলের অনেকেই আত্মগোপনে রয়েছেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এখনো দলটি নিষিদ্ধ হয়নি। তবে দলটির ছাত্রসংগঠন ছাত্রলীগকে ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে।
আজ (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আওয়ামী লীগ একটি পুরোনো নিবন্ধিত রাজনৈতিক দল। যদি সরকার বা আদালত দলটিকে নিষিদ্ধ না করে, তাহলে তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই।”
এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে, আওয়ামী লীগ কি তবে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে? তবে এ বিষয়ে দলটি এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা হালনাগাদের মতবিনিময় সভায় কমিশনারের এই মন্তব্য আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে কৌতূহল আরও বাড়িয়েছে। দলটির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে পরিষ্কার কোনো অবস্থান প্রকাশ করা হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post