পরিবহণ দপ্তরে কনস্টেবলের কাজ করেন। তাঁর ঘরেই গচ্ছিত রয়েছে কোটি কোটি টাকা, কেজিখানেক সোনা-রুপোর গয়না। এ রকই ‘কোটিপতি কনস্টেবলের’ খোঁজ মিলল মধ্যপ্রদেশে। সম্পত্তি পাহাড় গড়া ওই ব্যক্তির নাম সৌরভ শর্মা। তাঁর বাড়ি এবং সহযোগী বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার হয়েছে ১৪ কোটি টাকা ক্যাশ, ৪০ কোটি টাকার সোনা এবং ২ কোটি টাকার রুপো। এর পাশাপাশি একাধিক সম্পত্তির নথি উদ্ধার হয়েছে।
সৌরভের বাড়িতে প্রথম অভিযান হয়েছিল গত সপ্তাহে। দুর্নীতি দমন শাখার সেই অভিযানে উদ্ধার হয়েছিল ৮ কোটি টাকা নগদ, ২৩৫ কেজি রুপো। রিলেয় এস্টেট প্রপার্টির কাগজও উদ্ধার হয়। এর পর আয়কর দফতর হানা দিয়ে উদ্ধার করে ৫২ কেজি গোল্ড বার।য়ার দাম ৪০ কোটি টাকা। সেই সঙ্গে ১১ কোটি টাকার ক্যাশ এবং পরিত্যক্ত গাড়ির খোঁজ পায় আয়কর দপ্তর। সেই গাড়ি অবশ্য সৌরভের সহযোগী চেতন গৌড নামে এক ব্যক্তির নামে ছিল। এর পর ভোপাল, গোয়ালিয়র এবং জবলপুরে অভিযান চালায় ইডি। সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে ইডি। সৌরভের মেয়ে, স্ত্রী এবং আত্মীয়ের নামে থাকা প্রচুর সম্পত্তির নথি উদ্ধার হয়েছে।
গৌরবের বাবা ছিলেন সরকারি চিকিৎসক। তাঁর মৃত্যু দেখিয়ে চাকরি পেয়েছিলেন সৌরভ। ২০১৫ সালে কাজে যোগ দেন। পরিবহণ দপ্তরে বদলি নিয়ে নেন তিনি। ২০২৩ সালে স্বেচ্ছাবসর নেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকরি পাওয়ার সময় জমা দেওয়া হলফনামায় ভুল তথ্য দিয়েছিলেন সৌরভ। তাঁর দাদা সরকারি চাকুরে হলেও হলফনামায় সেই তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত সৌরভ এখন পলাতক। তিনি দুবাই পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ পুলিশের।
https://i.ytimg.com/an_webp/3y28cHOgVDc/mqdefault_6s.webp?du=3000&sqp=CLTExbsG&rs=AOn4CLDbFDEV5vZjBnAn_y_Dj9RHxdLzDg
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post