ওমানের নিজুয়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। নিজুয়া মিউনিসিপ্যালিটির সহযোগিতায় আল দাখিলিয়ার শ্রম কল্যাণ বিভাগ এই অভিযান পরিচালনা করে।
আটককৃতদের বিরুদ্ধে আবাসিক আইন ভঙ্গ, ওয়ার্ক পারমিট না থাকা, এবং সংরক্ষিত পদে কাজ করার মতো শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
গত এক বছরে ওমানজুড়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে এমন অসংখ্য অভিযান পরিচালিত হয়েছে। বাসাবাড়িসহ বিভিন্ন কর্মস্থলে অভিযান চালিয়ে হাজার হাজার প্রবাসী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই বেসরকারি খাতে কর্মরত।
অবৈধ প্রবাসীদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি, এবং এ অবস্থায় তাদের মধ্যে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। চলতি বছরের জুন মাসে বাংলাদেশ সরকার থেকে প্রবাসীদের বৈধতা পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর ঘোষণা অনুযায়ী, ওমান সরকার প্রায় ৯৬ হাজার অবৈধ বাংলাদেশিকে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দেবে। তবে ছয় মাস পেরিয়ে গেলেও এই আশ্বাস বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
ওমানে অবৈধ প্রবাসীদের জন্য এই অভিযান নতুন সংকট সৃষ্টি করেছে, এবং বৈধতার প্রক্রিয়া দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post