কুমিল্লার বহুল আলোচিত সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা কীভাবে ভারতে পাড়ি জমালেন, তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ২৯ আগস্ট, কুমিল্লার বুড়িচং উপজেলার নবিয়াবাদ সীমান্তের অরক্ষিত কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি।
ঘটনার রাতে, স্থানীয়রা একটি বিলাসবহুল প্রাডো গাড়ি সীমান্ত এলাকায় থামতে দেখেন। গাড়ি থেকে নামেন মধ্যবয়সী এক নারী, যার সঙ্গী ছিলেন স্থানীয়ভাবে পরিচিত এক হুন্ডি ব্যবসায়ী। যদিও স্থানীয়রা সরাসরি এই ঘটনা দেখেননি, তবে সীমান্তে সূচনার উপস্থিতি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সূচনা এবং তাঁর বাবা, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বর্তমানে রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করছেন। তাদের উভয়ের পাসপোর্টে কানাডার ভিসা থাকলেও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার কারণে অন্যান্য দেশে বৈধভাবে যাওয়ার সম্ভাবনা এখন অনিশ্চিত।
অভিযোগ রয়েছে, সীমান্ত পার হতে সূচনাকে সহায়তা করেছেন স্থানীয় এক প্রভাবশালী হুন্ডি ব্যবসায়ী এবং একটি ইউনিয়ন পরিষদের সদস্য। তবে তারা দুজনই বর্তমানে আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দাবি করছেন, ওই হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সীমান্ত দিয়ে পালানোর এই ঘটনা নিয়ে কুমিল্লা এবং কলকাতায় তুমুল আলোচনা চলছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোতেও সূচনা এবং তাঁর পরিবারের রাজনৈতিক ইতিহাস নিয়ে খবর প্রকাশিত হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post