টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৬৬ জনকে উদ্ধার এবং পাচার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার মো. রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জনৈক আব্দুল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। পুলিশ তৎক্ষণাৎ ধাওয়া করে পাচারচক্রের পাঁচ সদস্যকে আটক করে। পুলিশ জানিয়ে ছে, আটককৃতদের কাছ থেকে চার রাউন্ড গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃতদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং ৫ জন বাংলাদেশি নাগরিক। জানা গেছে, উদ্ধারকৃত রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে বসবাস করছিল।
পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বলেন, “মানবপাচারের জন্য লোকজনকে জড়ো করার খবর পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। অভিযানে পাচারচক্রের ৫ সদস্যকে আটক এবং সাগরপথে পাচারের জন্য জড়ো হওয়া ৬৬ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করি।”
তিনি আরও জানান, পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মানবপাচারের মতো অপরাধ রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এ ধরনের কার্যক্রমের বিষয়ে তথ্য থাকলে দ্রুত প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post