টাঙ্গাইলের মির্জাপুরে হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে মির্জাপুর উপজেলার সোহাগপুর এলাকার একটি হিন্দু পরিবারের বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। ডাকাত দলের নারী সদস্যরা শাখা ও সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বীর ছদ্মবেশ ধারণ করেছিল।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
সুরত মিয়া (৩৮) – ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর
তাসলিমা (৩২) – ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর
আসমা বেগম (৩০) – ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর
আলেয়া (৩৭) – ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর
সোনিয়া আক্তার (২১) – ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর
রিফা আক্তার (২৬) – ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর
আকলিমা বেগম (৪০) – ব্রাহ্মণবাড়িয়ার সরাইল
সেলিনা বেগম (৩২) – ব্রাহ্মণবাড়িয়ার সরাইল
জুলেখা বেগম (৩১) – হবিগঞ্জের মাধবপুর
মো. সেলিম সরকার (৩৭) – ময়মনসিংহের ফুলবাড়িয়া
জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ডাকাত দলটি গাজীপুরের সালনা থেকে একটি মাইক্রোবাসে করে এসে সোহাগপুরের ওই বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ওসি এবিএমএস দোহারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় ডাকাতদলের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ডাকাতির আগে বিভিন্ন বাড়ি সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং ছদ্মবেশে নিজেদের প্রস্তুত করে। নারী সদস্যদের ব্যবহার করে তারা বিশ্বাস অর্জনের চেষ্টা করত। পরে দলবদ্ধভাবে ঢুকে ডাকাতি সম্পন্ন করত।
ডাকাতদলের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ সাধারণ জনগণকে অপরিচিত লোকজনকে বাড়িতে প্রবেশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে স্থানীয়দের কাছে অপরিচিত কার্যকলাপ বা সন্দেহজনক বিষয় সম্পর্কে পুলিশকে দ্রুত জানানোর অনুরোধ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post