মরুময় দেশ ওমানের তাপমাত্রা নেমে এসেছে মাইনাসে, যা দেশটির ইতিহাসে বিরল ঘটনা। জাবাল আশ শামস ও জাবাল আখদারসহ কয়েকটি পাহাড়ি এলাকায় তুষারপাতের দেখা মিলেছে। তাপমাত্রার এই চরমপদক্ষেপ দেশটির বাসিন্দাদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে।
অবশ্য, ওমানের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে স্থানীয় বাসিন্দারা জাবাল আখদারের কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে এই অঞ্চলে হালকা তুষারপাতের দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে।
ওমান সাধারণত গ্রীষ্মকালে বিশ্বের উষ্ণতম অঞ্চলগুলোর একটি, যেখানে তাপমাত্রা ৫৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সেই দেশেই এখন শীতের প্রভাব চরমে। বিশেষজ্ঞরা বলছেন, আগের বছরগুলোর মতো এবারও জাবাল শামসে তুষারপাতের মনোমুগ্ধকর দৃশ্যের প্রত্যাশা করছেন স্থানীয়রা।
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে ওমানের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। গত বৃহস্পতিবার উত্তর আল বাতিনা অঞ্চলের খাবুরা ও সুইক, দক্ষিণ আল বাতিনার বারকা ও মুসান্নাহ, এবং মাস্কাটের সিব প্রদেশের স্কুলগুলোতে সশরীরে শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ওমানের শীতল ও সৌন্দর্যময় এই অভিজ্ঞতা দেশবাসী ও পর্যটকদের জন্য নতুন এক আকর্ষণ হিসেবে আবির্ভূত হয়েছে। শীতের এই বিরল প্রকৃতির পরিবর্তন ঘিরে স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post