ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) সম্প্রতি তাদের লাল তালিকা প্রকাশ করেছে, যেখানে ৬৩ জন বাংলাদেশির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট ৬,৬৫৮ জনের নাম এতে রয়েছে, যাদের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নেই, যদিও সম্প্রতি ‘শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল ওয়েবসাইটে রেড নোটিশ জারি’ এমন কিছু গুজব ছড়িয়ে পড়েছিল।
আজ, শুক্রবার, ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। তালিকায় থাকা ৬৩ জন বাংলাদেশির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে, এবং তাদের খুঁজছে বাংলাদেশসহ অন্যান্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তালিকা অনুযায়ী, যৌন নির্যাতনসহ নানা অভিযোগে যুক্তরাষ্ট্র জাহিদুল ইসলাম এবং অস্ত্র মামলায় ফজলুল আমীন জাভেদকে খুঁজছে। খুনের অভিযোগে লক্ষ্মীপুরের খোরশেদ আলমের সন্ধানে বেলজিয়াম পুলিশ। আফ্রিকার দেশ ইসতাওয়ানি খুনের অভিযোগে ঢাকার মো. মিলন ও লিটন ব্যাপারীকে খুঁজছে, এবং দক্ষিণ আফ্রিকা নোয়াখালীর মিজান মিয়াকে। সিঙ্গাপুর চাঁদুপুর সদরের রাজু ঢালীকে খুঁজছে খুনের অভিযোগে।
ভারত মুদ্রা জালিয়াতির অভিযোগে খুলনার বিভিন্ন ব্যক্তিকে খুঁজছে, যাদের মধ্যে আজিজুর রহমান, অজয় বিশ্বাস, তরিকুল ইসলাম এবং নোয়াখালীর সবুজ অন্তর্ভুক্ত। চোরাচালানি ও খুনের অভিযোগে মালয়েশিয়া নাটোরের সিরাজ মোস্তফা এবং ফেনীর আলা উদ্দিনের সন্ধানে রয়েছে। তছরুপের অভিযোগে মালদ্বীপ হানিফকে খুঁজছে।
এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে, যারা বর্তমানে দেশের বাইরে পালিয়ে আছেন।
ইন্টারপোল, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি আন্তর্জাতিক পুলিশি সংস্থা, বর্তমানে বিশ্বের ১৯৬টি দেশের সাথে যুক্ত। এটি অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতায় কাজ করে। যখন কোনো দেশের আসামি অপরাধ করে অন্য দেশে চলে যায়, তখন সেই ব্যক্তিকে ধরতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়।
এ ক্ষেত্রে, সংশ্লিষ্ট দেশগুলি তাদের তদন্ত সংক্রান্ত তথ্য ইন্টারপোলের কাছে পাঠিয়ে রেড নোটিশ জারি করার আবেদন করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post