জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, “আমাদের দেশ নিয়ে আমাদের যতটা টেনশন, প্রতিবেশী দেশের তারচেয়ে বেশি টেনশন।”
তিনি প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রচারিত প্রোপাগান্ডার কড়া সমালোচনা করে বলেন, “আপনাদের এত ভাবনার দরকার নেই। নিজেদের সমস্যা নিয়ে ভাবুন, নিজের চরকায় তেল দিন। আপনারা শান্তিতে থাকুন, আমাদেরও শান্তিতে থাকতে দিন।”
শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার এক বিশাল ইসলামী মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। রাত সাড়ে ৯টায় মঞ্চে ওঠার পর তিনি প্রায় দেড় ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ ইসলামী বিষয়াবলি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
আজহারী তার বক্তব্যে হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবি হজরত ওমর ফারুক (রা.)-এর জীবন ও শিক্ষা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “দেশের উন্নতি ও স্থিতিশীলতার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”
পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। সকাল থেকেই মাহফিলস্থলে মানুষের ঢল নামতে শুরু করে। জনসমাগমের কারণে এলাকার মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়।
পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী জানান, “মাহফিলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল, এবং সম্পূর্ণ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।”
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, “মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী দায়িত্ব পালন করেছে।”
এ মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দেশপ্রেম ও ইসলামী ঐতিহ্যের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post