ওমানের কয়েকটি প্রদেশে বুধবার রাত থেকে ব্যাপক মাত্রার বৃষ্টিপাত হয়েছে। অশান্ত ছিলো সমুদ্র উপকূলও।
সবমিলিয়ে শীতের মধ্যেই অপ্রত্যাশিত ঝড় ও বজ্রবৃষ্টির কারণে বাসিন্দাদের বেশ ভোগান্তি পোহাতে হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস আমলে নিয়ে দেশটির একাধিক অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার উত্তর আল বাতিনার খাবুরা এবং সুইক, দক্ষিণ আল বাতিনার বারকা এবং মুসান্নাহ ও মাস্কাটের সিব প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিভিন্ন অঞ্চল থেকে সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার গোটা দিন পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়। বৃষ্টি হয়নি এরকময় অঞ্চলগুলোতে অন্তত মেঘের উপস্থিতি ছিলো।
আর অতি বৃষ্টির ফলে বন্যা ও জলাবদ্ধতা তৈরি হওয়ার শঙ্কায় আছেন বাসিন্দারা। এরমধ্যেই বজ্রসহ ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবারের পরেও অব্যাহত থাকতে পারে উল্লেখ করে সতর্কতা জারি করা হয়েছে।
একইসাথে ঘণ্টায় ২৮ থেকে ৬৪ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সিভিল এভিয়েশন জানিয়েছে, বর্ষণমুখর পরিবেশে কম দৃশ্যমানতার কারণে রাস্তায় চলাচলের ঝুঁকিও বেড়েছে।
আবহাওয়া অফিসের বরাতে ওমানের স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, দক্ষিণ ও উত্তর আল বাতিনাহ এবং মাস্কাটে ১৫ থেকে ৩৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। আক্রান্ত হয়েছে মুসান্দাম, আল শারকিয়্যাহ এবং আল দাখিলিয়ার কিছু অংশ।
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ন্যাশনাল মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post