কাজখস্তানের আকতাউয়ে বুধবার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান ৩২ যাত্রী। ভয়াবহ এ দুর্ঘটনার আগমুহূর্তে বিমানের ভেতরের ভিডিও করেছেন এক যাত্রী। এতে দেখা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি যখন নিচে নেমে আসছিল তখন যাত্রীরা ভয়ে চিৎকার করছিলেন।
তবে যিনি ভিডিওটি ধারণ করেছেন, তিনি শান্ত থাকার চেষ্টা, সঙ্গে আল্লাহর নাম স্মরণ করছিলেন। এছাড়া বিভিন্ন দোয়া পড়ছিলেন। তার মধ্যেও আতঙ্কের স্পষ্ট ছাপ ছিল। ভিডিওতে আরও দেখা গেছে, যাত্রীদের আসনে হলুদ রঙের অক্সিজেন মাস্ক ঝুলে আছে। ওই সময় সবাইকে সিটবেল্ট পরার জন্য আহ্বান জানানো হচ্ছিল।
বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের চেচনিয়াতে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর পাইলট কাজাখস্তানের আকতাউয়ে বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে এতে ব্যর্থ হন তিনি। এতে বিমানটি মাটিতে আছড়ে পড়ে।
আরেকটি ভিডিওতে বিমান বিধ্বস্ত হওয়ার পরবর্তী মুহূর্তটি ধরা পড়ে। এতে দেখা যাচ্ছে, আহত এক যাত্রী পড়ে আছেন। অন্যরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন।
The final moments of the Azerbaijan Airlines plane before its crash in Kazakhstan were captured by a passenger onboard.
Aftermath also included in the footage. pic.twitter.com/nCRozjdoUY
— Clash Report (@clashreport) December 25, 2024
ফ্লাইট রাডারে দেখা গেছে, বিমানটির যে পথে যাওয়ার কথা ছিল, এটি কাস্পিয়ান সাগর অতিক্রম করার সময় সে পথে না গিয়ে অন্য পথে গেছে। এছাড়া যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে কয়েকবার চক্কর খায় এটি। এরপর মাটিতে আছড়ে পড়ে। এর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post