বড়দিন, ইংরেজি নববর্ষ এবং ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সব আন্তর্জাতিক রুটে মূল ভাড়ার ওপর ১২ শতাংশ ছাড় দিচ্ছে সংস্থাটি।
এই বিশেষ ছাড় পেতে বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট ক্রয় করতে হবে। টিকিট কেনার সময় প্রমোকোড 53BG2025 ব্যবহার করলেই মিলবে এই অফার।
বুধবার, ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অফার চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, যাত্রীরা এই সময়ে তাদের প্রিয় আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করতে বড় ছাড়ে টিকিট ক্রয়ের সুযোগ পাবেন।
আন্তর্জাতিক ভ্রমণে এই অফারটি একটি দারুণ সুযোগ, যা যাত্রীদের ছুটির আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post