বিভিন্ন অপরাধে মালদ্বীপের কারাগারে আটক রয়েছেন প্রায় একশো বাংলাদেশি।
এসব বন্দিদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দী বিনিময় চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার।
এই চুক্তি কার্যকর হলে আবেদনের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দিরা দেশে ফিরে সাজার বাকি মেয়াদ পার করতে পারবেন বলে জানান তিনি।
সম্প্রতি ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল ও কারা কর্মকর্তা। এ সময় তাকে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের যেসব মামলা চলমান আছে তা দ্রুত সম্পন্ন করাসহ ছোটখাট কোন অপরাধে মামলা না করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়।
এছাড়া মামলা পরিচালনায় আর্থিক সঙ্গতি নেই এমন প্রবাসীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী প্রদানের অনুরোধ জানান বাংলাদেশি হাইকমিশনার।
তুচ্ছ ঘটনায় প্রবাসীদের মারামারি না করে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পরামর্শ দিয়ে হাইকমিশনার বলেন, আইন অনুযায়ী মালদ্বীপে মারামারি একটি বড় ধরনের অপরাধ।
বিশেষ করে এসব ঘটনায় কোনো রক্তপাত ঘটলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। সেই জন্য কারো সঙ্গে কোনো বিরোধ থাকলে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে হবে।
এছাড়া বিমানবন্দরে অপরিচিত কারও কাছ থেকে কোনো প্যাকেট বা অন্য কিছু নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ মাদকের মামলায় যারা আটক হয়েছেন তাদের বেশ কয়েকজন এরকম ঘটনার ভুক্তভোগী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post