অসংখ্য প্রবাসী বিভিন্ন দেশে অবৈধভাবে থেকে টাকা আয় করছেন। তবে এরমধ্যেও প্রশ্ন ওঠে প্রবাসে থেকে এভাবে অর্থ উপার্জন করা কি ইসলামের দৃষ্টিতে হালাল হবে? এর উত্তরে ইসলামী শরীয়ায় বিজ্ঞজনরা বলছেন, একজন মানুষ যখন প্রবাসে যাওয়ার জন্য ভিসা গ্রহণ করে তখন সে দেশে গিয়ে সেখানকার আইন-কানুন মেনে চলার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে বলে পরিগণিত হয়। অতএব সে আইন ও শরিয়ত উভয় দৃষ্টিকোণ থেকে উক্ত দেশের প্রচলিত আইন-কানুন মেনে চলতে বাধ্য।
কারণ সূরা মায়েদায় আল্লাহ জানাচ্ছেন, “হে ইমানদারগণ, তোমরা অঙ্গীকার ও চুক্তিসমূহ পূর্ণ কর।” আর আবু দাউদের বর্ণনামতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুসলিমগণ তাদের শর্তের উপরে প্রতিষ্ঠিত থাকবে।”
সুতরাং শরিয়ত বিরোধী কোন আইন না হলে প্রবাসীদের জন্য ইচ্ছাকৃতভাবে সে দেশের কোনও আইন লঙ্ঘন করা জায়েজ নেই। তাই কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে অবৈধ ভাবে প্রবাসে বসবাস করে তাহলে সে দেশের আইনের দৃষ্টিতে যেমন অপরাধী বলে গণ্য হবে তেমনি শরিয়তের দৃষ্টিতেও সে গুনাহগার হবে। তবে সে যদি হালাল কাজ করে তাহলে তার উপার্জন হারাম নয়।
❑ অবৈধ পন্থায় বিদেশে থাকার ক্ষতিকর দিক সমূহ:
প্রকৃতপক্ষে অবৈধ পন্থায় প্রবাসে বসবাসকারীগণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে নানা অপরাধে জড়িয়ে পড়ে। যেমন:
- অনেক সময় অবৈধ পন্থায় প্রবাসীরা চুরি, ডাকাতি, নানা অবৈধ ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
- অবৈধ অভিবাসীরা অনেক সময় সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে এবং স্থানীয় জনগণের সাথে নানা ধরণের সমস্যায় জড়িয়ে পড়তে পারে।
- অবৈধ অভিবাসীগণ বেশিরভাগ ক্ষেত্রে লুকোচুরির আশ্রয় নেওয়ার কারণে ইসলামি শিক্ষা ও ইসলামি পরিবেশ থেকে দূরে থাকে। যার ফলে তারা বিভিন্ন ধরণের পাপাচার ও অন্যায়-অপকর্মের প্রতি ঝুঁকে পড়ে।
- তারা আইন ও প্রশাসনের ধরাছোঁয়া থেকে দূরে থাকার চেষ্টা করে। ফলে তাদের মধ্যে সবসময় একটা অপরাধ বোধ কাজ করে এবং তারা হীনমন্যতায় ভুগে।
- তারা বৈধ পন্থায় দেশে টাকা পাঠাতে পারে না। যার কারণে তারা সাধারণত: হুন্ডির আশ্রয় গ্রহণ করে যা যে দেশে সে বসবাস করছে এবং নিজ দেশ উভয় দেশেই নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
- অবৈধ প্রবাসীরা যে কোনও সময় সে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে জেলে যেতে পারে। সে ক্ষেত্রে সে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি তার স্ত্রী-পরিবারও ক্ষতিগ্রস্ত হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post