ওমান এবং বাংলাদেশে করোনার সবচেয়ে ভয়াবহ তান্ডব চলছে বর্তমান সময়ে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। করোনার নতুন এই ধরনে মৃত্যুর হার সবচেয়ে বেশি। করোনার নতুন এই ধরনে সবচেয়ে বেশি মারা যাচ্ছেন কম বয়সী মানুষ।
সম্প্রতি ওমানে যে কয়জন প্রবাসী মারা গেছেন, তাদের অধিকাংশেরই বয়স ৪০ এর নিচে। গতকাল (২৪-জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে দেশটির সালালাহ কাবুস হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ আবু সাঈদ নামে এক বাংলাদেশী প্রবাসীর মৃত হয় (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। যার বয়স ৪০ এর নিচে।
করোনায় মৃতদের মরদেহ দেশে পাঠানোর নিয়ম না থাকায় ওমানেই তার মরদেহ দাফন করা হবে। বর্তমানে তার মরদেহ সালালার একটি মর্গে রাখা হয়েছে। হাফেজ আবু সাঈদ ফরিদপুর জেলার সদরপুর থানার হাট কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামের মৃত আলতাফ মুন্সীর সন্তান। কয়েক মাস পূর্বে সাঈদের বাবা দেশে মারা যান। বর্তমানে ওমানে তার স্ত্রী ও সন্তান রয়েছে বলে জানাগেছে।
এদিকে আজ (২৫-জুন) ওমানের মাস্কাট মোবেলা সানাইয়া নামক অঞ্চলে লোকমান নামে আরেক বাংলাদেশী প্রবাসী মারা যান। সকালে নিজের গাড়িতেই স্ট্রোক করে মারা যান তিনি।
এর দুইদিন আগে সালমান সুমন নামে আরেক বাংলাদেশী প্রবাসী হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামে।
এদিকে গত বুধবার (২৩-জুন) দুপুর ২টা ৩০ মিনিটে ওমানের বাংলাদেশ কমিউনিটির আরেক পরিচিত মুখ আব্দুল কুদ্দুস নামে এক বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাটের সাবেক চেয়ারম্যান সাবিনা আক্তারের স্বামী। দীর্ঘদিন যাবত ওমানের মাস্কাটের নিকটবর্তী সহর মোবেলা সানাইয়াতে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন আব্দুল কুদ্দুস।
বৃহস্পতিবার (২৪-জুন) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮৬ জন এবং মৃতের সংখ্যা ওমানে করোনা মহামারী শুরুর পর থেকে বর্তমান পরিস্থিতি সবচেয়ে বিপদজনক বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
প্রতিদিনই ওমানের কোনো না কোনো অঞ্চলে আমাদের বাংলাদেশী প্রবাসীদের মৃত্যুর খবর আসছে আমাদের কাছে। প্রবাসীরা আতংকিত হয়ে পরবেন এই ভেবে আমরা সব মৃত্যুর সংবাদ প্রচার করিনা। সবাইকে অনুরোধ করছি অতি জরুরী প্রয়োজন না হলে ঘরের বাহিরে বের হবেননা। সবাইকে ওমান সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে বিশেষ অনুরোধ জানানো হইলো।
এদিকে বাংলাদেশে আজ এক লাফে করোনায় শতাধিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) মারা গেছেন আরও ১০৮ জন। যা দেশে করোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে।
এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন। শুক্রবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post