মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এক প্রবাসী কর্মী কাজের সময় নামাজ আদায়ের কারণে মারধর ও হুমকির শিকার হয়েছেন।
৩৩ বছর বয়সী ওই ক্যাশিয়ার অভিযোগ করেছেন, মাগরিবের নামাজ আদায়কালে এক নিরাপত্তা কর্মী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি নিয়ে কুয়েতের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে গালফ নিউজ।
ভুক্তভোগীর অভিযোগ অনুসারে, দুই দিন আগে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে ঘটনাটি ঘটে। নামাজ আদায় করার সময় ওই নিরাপত্তা কর্মী তাকে মারধর করেন এবং বলেন, “তোমার এবং তোমার বাবার মাথা মাড়িয়ে দেব।” পাশাপাশি ভবিষ্যতে কাজের সময় নামাজ পড়লে আরও ভয়ংকর পরিণতির হুমকি দেন তিনি।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে আটক করার নির্দেশ দিয়েছে। তার অতীত অপরাধের রেকর্ড পর্যালোচনা করার উদ্যোগও নেওয়া হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার মাধ্যমে তদন্ত এগিয়ে চলছে।
ভুক্তভোগী একটি সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছেন, যেখানে তার শারীরিক আঘাতের বিবরণ উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে ধর্মীয় অধিকার রক্ষার বিষয়েও তারা সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
এই ঘটনা কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্ব পুনরায় সামনে নিয়ে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post