মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে প্রবেশ করে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণের ঘটনায় গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ দুই তরুণকে গ্রেফতার করেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বাঘরা গ্রামে মো. জয় (১৯) ও আরমান বেপারী (১৬) নামে দুই তরুণকে আটক করা হয়। পরে তাদের শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জয় বাঘরা গ্রামের মো. জাহিদুলের ছেলে এবং আরমান একই গ্রামের রানা বেপারীর ছেলে।
গত ৫ ডিসেম্বর গভীর রাতে সৌদি প্রবাসী মো. মনিরুজ্জামানের বাসভবনে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে তিনজনের একটি চোরের দল। এ সময় প্রবাসীর স্ত্রী চোরদের মধ্যে জয়কে চিনে ফেলেন। নিজেদের শনাক্ত হওয়ার ভয়ে তারা প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র হতে বাধ্য করে এবং মোবাইলে সেই ভিডিও ধারণ করে। তাদের একজন তিন বছরের শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে ভয় দেখায়। পরবর্তীতে চোরেরা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়।
৬ ডিসেম্বর বিকেলে গ্রামবাসী মো. ফাহাদ (১৯) নামে একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওই রাতেই প্রবাসীর স্ত্রী তিনজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন যে মামলার তিন আসামিকেই গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, এই ন্যক্কারজনক ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post