রাশিয়ার কৌশলগত মিসাইল বাহিনী তাদের অত্যাধুনিক ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদন অনুযায়ী, কালুগা অঞ্চলের কোজেলস্ক মিসাইল ইউনিটের একটি দল এই মিসাইল মোতায়েন সম্পন্ন করে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ট্রান্সপোর্ট এবং লোডিং ইউনিট ইয়ারস মিসাইল পরিবহন করছে এবং তা ধীরে ধীরে উলম্ব অবস্থানে স্থাপন করছে।
কোজেলস্ক মিসাইল ইউনিটের প্রধান জানান, কৌশলগত মিসাইল বাহিনী রাশিয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এই ইউনিট রুশ ফেডারেশনের সার্বভৌমত্ব রক্ষায় আশার প্রতীক হিসেবে কাজ করছে। তিনি আরও জানান, সর্বশেষ প্রজন্মের ইয়ারস মিসাইল সিস্টেম পরিচালনার জন্য ইউনিটের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সারা শিক্ষাবর্ষজুড়ে সিমুলেটর ও প্রশিক্ষণ সুবিধার মাধ্যমে ব্যবহারিক ও তাত্ত্বিক কোর্স পরিচালিত হচ্ছে। এই প্রশিক্ষণ কার্যক্রম কর্মীদের আধুনিক অস্ত্র পরিচালনায় দক্ষতা বাড়ানোর সুযোগ করে দিচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, কোজেলস্ক মিসাইল ইউনিটের রি-আর্মামেন্ট প্রকল্প ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে। এর ফলে ইউনিটের সামগ্রিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post