করোনা নিয়ন্ত্রণে ওমানে গতকাল (২০-জুন) স্থানীয় সময় রাত ৮টা থেকে আবারও রাত্রিকালীন লকডাউন ঘোষণা করছে দেশটির সুপ্রিম কমিটি। রবিবার রাত ৮ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত রাত্রিকালীন লকডাউন অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। তবে এই বন্ধের মধ্যেও যে সকল পরিবহন ব্যবস্থা চলার অনুমতি পাবে সেগুলো হলো:
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
১. দেশের সকল স্বাস্থ্যকর্মী।
২. জরুরী যানবাহন এবং জরুরী পরিষেবাগুলি যেমন: বিদ্যুৎ ও পানির গাড়ি।
৩. বেসরকারি হাসপাতালের সকল পরিবহন।
৪. স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় থাকা ওষুধের গাড়ি।
৫. বন্দর ও বিমানবন্দরের যাত্রীদের জন্য পরিবহন।
৬. তিন টন বা তার বেশি ওজনের ট্রাক, পানির ট্যাঙ্কার এবং পয়-নিষ্কাশনের পরিবহন।
৭. কারখানায় কর্মরত কর্মীরা নিজস্ব পরিবহনে করে যাতায়াত করতে পারবেন।
৮. কারখানা ও গুদামে লোড-আনলোড পরিষেবায় ব্যবহৃত পরিবহন।
৯. পেট্রল পাম্প
১০. তেল এবং গ্যাস ক্ষেত্র
১১. সরকারী ও বেসরকারি সংবাদমাধ্যম এবং মিডিয়া সংস্থার কর্মীরা চলাচল করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post