ইসরায়েল গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে এক কোটি ১০ লাখ ডলারের প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার নতুন পরিস্থিতি মোকাবিলায় এই প্রকল্প অনুমোদন করেছে ইসরায়েল।
নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, “গোলান মালভূমি শক্তিশালী করা মানে ইসরায়েলকে শক্তিশালী করা।” উল্লেখ্য, ১৯৬৭ সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয় এবং ১৯৮১ সালে একীভূত করে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি এখনও সিরিয়ার ভূখণ্ড হিসেবেই স্বীকৃত।
গোলান মালভূমিতে বর্তমানে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করেন, যাদের অর্ধেকই ইসরায়েলি নাগরিক। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ এবং বাশার আল-আসাদ সরকারের দুর্বলতার সুযোগে ইসরায়েল ওই অঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে।
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) প্রধান আবু মুহাম্মদ আল জোলানি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, “সিরিয়া দীর্ঘমেয়াদি সংঘাতে বিধ্বস্ত। এখন দেশ পুনর্গঠন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনাই অগ্রাধিকার।” তিনি আরও বলেন, “ইসরায়েলের যেকোনো অপরিকল্পিত সামরিক অভিযান কারও জন্যই লাভজনক হবে না।”
এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি সহ্য করা হবে না। তাদের সেখানেই কবর দেওয়া হবে।”
সালামি আরও বলেন, “দামেস্ক এবং কুনেইত্রা অঞ্চলে ইসরায়েলের সামরিক তৎপরতা অসহনীয় হয়ে উঠেছে। এর চরম মূল্য দিতে হবে তেল আবিবকে।”
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, বিদ্রোহীরা তাদের অবস্থান কিছুটা নরম করলেও সিরিয়ার দিক থেকে হুমকি এখনও রয়ে গেছে। “যা ঘটছে, তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে,” বলে তিনি সতর্ক করেন।
গোলান মালভূমিতে ইসরায়েলের এই উদ্যোগ নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়া, ইরান এবং অন্যান্য আঞ্চলিক শক্তির পাল্টা প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post