রংপুর ও এর আশপাশের এলাকায় সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটি রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে এবং এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।
এছাড়াও, ২১ নভেম্বর রংপুরে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার স্থায়িত্ব ছিল ২৭ সেকেন্ড। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রংপুর সদর উপজেলার নিকটবর্তী এলাকা। উৎপত্তিস্থল বিবেচনায় সেটি রংপুরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমন মৃদু ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম থাকে। তবে এগুলো মানুষের মধ্যে ভূমিকম্প নিয়ে সচেতনতা বাড়াতে সহায়ক।
বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং ভূমিকম্পের সময় কীভাবে সুরক্ষিত থাকা যায়, সে সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post