সংযুক্ত আরব আমিরাতের খোরফক্কানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ চালিয়ে ৭৩ জনকে উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তথ্যমতে, দুর্ঘটনার শিকার বাসটি নির্মাণ শ্রমিকদের বহন করছিল। হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে বাসটিতে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post