মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী শহরের মারকায উমর (রা.) মাদরাসার শিক্ষার্থীরা ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শিক্ষার্থীরা জাতীয় পতাকা বুকে ধারণ করে পবিত্র কুরআন খতম করেন। পরে শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে নিয়ে একটি র্যালির আয়োজন করেন, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তাদের এই আয়োজন দেশপ্রেমের চেতনায় স্থানীয়দের অনুপ্রাণিত করেছে এবং প্রশংসা কুড়িয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে কুরআন খতম, র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বীর শহিদদের স্মরণ করা হয়। এ বছরও এই ধারাবাহিকতায় আয়োজনটি আরও ব্যাপকভাবে উদযাপিত হয়েছে।
মাদরাসার সহকারী শিক্ষক মো. নাদের চৌধুরী বলেন, “আজকের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের পাশাপাশি ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তাদের প্রস্তুত করাই আমাদের লক্ষ্য।”
মাদরাসার শিক্ষা পরিচালক কে এম বেলাল পাটোয়ারী বলেন, “বিজয় দিবসে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করে প্রতিবছর আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করি।”
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সম্পর্কে গভীর সচেতনতা তৈরি করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post