সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি ভবনে অগ্নিদগ্ধ হয়ে মুহাম্মদ সোহেল নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের হাটহাজারী পশ্চিম মির্জাপুর কিল্লাপাড়া নাছির মুহাম্মদ চৌধুরীর বাড়ি বদিউল আলমের ছেলে।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
বৃহস্পতিবার (১৭ জুন) স্থানীয় সময় সকালের দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহের আল তাউন এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির দৈনিক খালিজ টাইমস বলছে, আগুন ছড়িয়ে পড়লে শারজাহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহ এক্সপোর পেছনে নির্মাণাধীন বহুতল ওই ভবনের ওপরের তলায় আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। ভবনের নির্মাণ শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
শারজাহ সিভিল ডিফেন্স বিভাগের অপারেশন রুমে ওই ভবনে আগুন লাগার খবর আসে সকাল ৬টা ৫৫ মিনিটে। ওই সময় টেলিফোনে জানানো হয়, একটি নির্মাণাধীন আবাসিক টাওয়ারে আগুন লেগেছে।
পরে সামন্যান এবং মিনা কেন্দ্র থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের শারজাহর ওই এলাকায় মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। মৃত সোহেলের মরদেহ শারজাহ আল কুয়েত হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানাগেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post