মহান বিজয় দিবসের সকালে বাংলাদেশ ক্রিকেট দল রাঙিয়ে দিয়েছে দেশের গৌরব। ওয়েস্ট ইন্ডিজে (স্থানীয় সময় ১৫ ডিসেম্বর, বাংলাদেশ সময় ১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৭ রানের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ টিম টাইগার্স। ছেলেদের ঐতিহাসিক বিজয়ের পর এবার নারী ক্রিকেটারদের হাতেও এসেছে সেই জয়।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের এশিয়া কাপ অভিযানে শুভ সূচনা করেছে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ এক আত্মবিশ্বাস অর্জন করেছে তারা।
আজ (সোমবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ম্যাচটি ১৭ ওভারে সীমাবদ্ধ ছিল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেটে ১২২ রান। শ্রীলঙ্কার মেয়েরা ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ৯৪ রানেই থেমে যায়।
বাংলাদেশ দলের বোলিংয়ে সুমাইয়া আক্তার ছিলেন দুর্দান্ত। তিনি ৩ উইকেট শিকার করেন ১২ রানে। ফারজানা হক ও নিশিতা আক্তারও ২টি করে উইকেট নেন। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার সানজানা কাভিন্দি, তবে বাংলাদেশের বোলিংয়ের সামনে তিনি যথেষ্ট সাহায্য পাননি।
ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথমে ধাক্কা খেয়েছিল যখন শূন্য রানে প্রথম উইকেট হারায়। তবে তারপর সাদিয়া আক্তার ২৫ বলে ৩১ রান, আফিয়া আশিমা ২৩ বলে ২৫ রান, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪ রান এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করে দলের সংগ্রহ বাড়াতে সাহায্য করেন।
বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে, এবং পরবর্তী ম্যাচে তারা আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। প্রতি গ্রুপ থেকে দুইটি দল সুপার ফোরে যাবে, এবং এরপর ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সব ম্যাচ কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে অনুষ্ঠিত হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post