আওয়ামী লীগকে স্বাধীনতা বিক্রির অভিযোগে সমালোচনা করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি এখন ভারতে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, যে জাতি তাদের কঠোর শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই জাতি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।
আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ দেশে কারো তাবেদারি প্রতিষ্ঠার চেষ্টা সহ্য করা হবে না। তিনি বলেন, “যে জাতি বারবার নিজের বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, তারা কখনোই তাদের স্বাধীনতা ছিনতাই হতে দেবে না।”
শেখ হাসিনা ও তার পরিবারকে লক্ষ্য করে তিনি অভিযোগ করেন, “একটি পরিবার স্বাধীনতার কৃতিত্ব হাইজ্যাক করে দেশের জনগণকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হলেও শোষণমুক্ত হতে সময় লেগেছে ২০২৪ সাল পর্যন্ত। এ বিজয় যেন কেউ আবার হাইজ্যাক না করতে পারে, সে জন্য দেশের ১৮ কোটি মানুষকে সতর্ক থাকতে হবে।”
ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, “সরকারকে নিশ্চিত করতে হবে, একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। একইসঙ্গে সর্বোচ্চ নিরপেক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে।”
তিনি দাবি করেন, জনগণ যদি জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তবে দেশ আর কখনোই বিক্রির শিকার হবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post